|

শুভ রাত্রি শুভেচ্ছা ছবি ও উদ্ধৃতি | Beautiful Good Night Wishes, Images, Quotes in Bengali

Share this post:

প্রসঙ্গটা যখন প্রিয়জনের সঙ্গে শুভ রাত্রি শুভেচ্ছা বিনিময়ের, তখন বেশিরভাগ ভাগ মানুষই বাংলা ভাষাকেই বেছে নেন। কারণ – কাজের ভাষা যাই হোক না কেন , বাঙালির আবেগের ভাষা ‘বাংলা’। এই ভাষাতেই সে স্বপ্ন দেখে, কল্পনার জাল বোনে, ভালোবাসা ছড়িয়ে দেয়। তাই দিন শেষের একান্ত নিজস্ব শুভেচ্ছা বার্তা প্রিয়জনকে পৌঁছে দিতে আপনার জন্য মাতৃভাষায় শুভরাত্রির শুভেচ্ছা, ছবি , আর উদ্ধৃতির (Good night wishes, images and quotes) শ্রেষ্ঠ ডালি সাজিয়েছি ; যা আপনার অনুভূতির গভীরতাকে নিখুঁত ভাবে প্রকাশ করে।

একবার ভেবে দেখুন – সারাদিনের দৌড়ঝাপ মিটিয়ে অবসন্ন আপনার চোখ যখন ঘুমে বুজে আসে , ঠিক সেই সময় আপনার প্রিয়জনের কাছ থেকে যদি আসে ভালোবাসায় মোড়া সুন্দর good night wishes বা মনকাড়া good night images অথবা কবিতা ; আপনার সারাদিনের ক্লান্তি – অবসাদ নিমেষে মুছে গিয়ে আপনি তাঁর যত্ন আর ভালোবাসার আবেশে ভেসে যান কি না?

এখানে, আমাদের কাছে রয়েছে রামধনুর সাতরঙে বোনা শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা ( good night wishes in Bengali ), মিষ্টি শব্দে গাঁথা শুভরাত্রির কবিতা (good night poems), সূর্যাস্ত থেকে স্নিগ্ধ জ্যোৎস্না, মায়াময় পূর্ণ চাঁদের অনন্য সব ছবি এবং আরো অনেক কিছু। যার হাত ধরে সহজেই আপনার বন্ধু বান্ধব ও প্রিয়জনের কাছে পৌঁছে দিতে পারবেন আপনার মনের উষ্ণতা। আপনার পাঠানো শুভকামনা জড়ানো শুভ রাত্রি শুভেচ্ছা, উদ্ধৃতি এবং ছবির বার্তা তাঁর রাতকে করে তুলবে প্রকৃত অর্থে মধুর।

Also read Good morning wishes, images and quotes in Bengali.

Good Night Wishes in Bengali | শুভ রাত্রি শুভেচ্ছা

রাত্রি শুভেচ্ছা | Roopvibes
Good Night Images Wishes Quotes In Bengali | Roopvibes

প্রতিটি রাতের পরে আসে নতুন সকাল। স্বপ্ন দেখো, আশা রাখো।
– শুভ রাত্রি।

মনে পড়ে কত কিছু,কত স্মৃতি কত ব্যাথা
ঘুম যেই লাগল চোখে, মুছে যায় সব কথা।
– শুভ রাত্রি।

সুখের সায়রে, স্বপ্ন তরী ভাসিয়ে
সব ক্লান্তির পারে, নিদ্রায় যাই হারিয়ে।
– শুভ রাত্রি।

দিন ফুরালো রাত্রি এল
ঘনিয়ে এল কালো
সব কালিমা মুছিয়ে ফেলে
মনের প্রদীপ জ্বালো।
– শুভরাত্রি।

রাত জুড়ে চোখে শ্রাবণ নয়, বসন্ত থাকুক।
– শুভ রাত্রি।

আজকের রাত্রি তোমার সকল দুঃখ-কষ্ট দূর করে সাফল্য ও আনন্দে ভরা একটি নতুন দিন বয়ে আনুক।
– শুভ রাত্রি।

তোমার স্বপ্নের মাঝে আমি হারিয়ে যাই, তোমার ভাবনায় রাত কাটাই।
– শুভ রাত্রি।

সকাল, দুপুর, সন্ধ্যা শেষে এল গহন রাত্রি,
প্রভাতের আসার আশায় জানাই শুভরাত্রি।
– শুভ রাত্রি।

রাত হল চিন্তা ও চেতনার মিলনস্থল – এক নতুন সূর্যোদয়ের প্রতীক্ষা।
– শুভ রাত্রি।

Good Night Images in Bengali | শুভরাত্রি ছবি

শুভেচ্ছা ছবি | Roopvibes
Good Night Bengali Wishes | Roopvibes

প্রতিটি রাত নতুন সুযোগের প্রতীক। সমস্যাগুলো রাতের অন্ধকারে হারিয়ে যাক। আগামী সূর্যোদয় নিয়ে আসুক নতুন আশা।
শুভ রাত্রি।

রাতের চাদরে মুড়ে আদর পাঠালাম তোমায়। যত্ন করে তুলে রেখো।
শুভ রাত্রি।

দিনের আলো নিভে এলে,
মন লাগে না কাজে।
রাত্রি মানে ঘরে ফেরা,
আপন জনের মাঝে।
শুভরাত্রি।

তোমার জন্য আঁচল বিছিয়ে রাখি
তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি পাহারায় থাকি –
যাতে কোন দু:স্বপ্ন তোমায় ছুঁতে না পারে।
শুভ রাত্রি ।

দিন চলে যায় রাত্রি আসে
সব চিন্তা সরিয়ে পাশে।
ফুটবে নতুন ভোরের আলো
এবার তুমি চোখটা মেলো।
শুভ রাত্রি।

রাত্রি যখন গভীর হলো
জোৎনা ভরা চাঁদের আলো
ঘুমের মাঝে স্বপ্ন গুলো
নতুন আশায় ভরিয়ে দিলো।
শুভরাত্রি।

সব ভাবনা মুছে ফেলে,
সব দুঃখ দূরে ঠেলে,
সব কষ্টের হবে শেষ,
লাগলে চোখে ঘুমের রেশ।
শুভ রাত্রি।

আঁধার নামে দিকে দিকে, ক্লান্ত চারিধার,
তোমার চোখে শান্ত ঘুমের, পরশ লাগুক এবার।
শুভ রাত্রি।

ঝিরিঝিরি বৃষ্টি এল
সারা হল সব কাজ।
আলতো করে কানে কানে
‘শুভরাত্রি’ বলছি আজ।
শুভরাত্রি।

একটু যদি আমার কথা পড়ে তোমার মনে,
তবে আমায় খুঁজে পাবে গভীর স্বপনে ।
শুভরাত্রি।

Good Night Images with Quotes in Bengali | শুভ রাত্রি উদ্ধৃতি

রাত্রি শুভেচ্ছা ছবি সংগ্রহ | Roopvibes
Good Night Wishes Bengali | Roopvibes

সারা দিনের শেষে
একটুখানি হেসে,
শুভরাত্রি জানাই বন্ধু
তোমায় ভালোবেসে।
শুভরাত্রি।

সারাদিনের ক্লান্তি শেষ,
লাগুক প্রাণে ঘুমের আবেশ।
আসবে রঙিন সুপ্রভাত
পেরিয়ে গিয়ে শুভ রাত।
-শুভ রাত্রি।

দিনের আলো শেষ হল,
রাত্রি আঁধার ঘনিয়ে এলো।
বন্ধু তুমি ঘুমিয়ে পড়ো ,
রাত্রি এবার অনেক হলো।
শুভ রাত্রি।

হাওয়া বয় শনশন, তারাগুলো আঁধারে;
জোনাকির বাতি জ্বলে, ঘন বন বাদাড়ে।
থমথমে রাত নামে দিনটাকে সরিয়ে,
পাশ ফিরে চোখ বোজো
বালিশটা জড়িয়ে…।
-শুভ রাত্রি।

মেঘলা আকাশ
বইছে বাতাস
মিষ্টি চাঁদের আলো
তারই মাঝে গভীর রাতে
স্বপন দেখা ভালো
শুভরাত্রি।

রাত্রি যখন নামলো শেষে
হারিয়ে যাওয়া ঘুমের দেশে
স্বপন গুলো বলল হেসে
চল না যাই পরীর দেশে।
শুভরাত্রি।

রাতের আকাশ, তারায় ভরা
একলা লাগে, তোমায় ছাড়া।
শুভরাত্রি।

আঁধার রাতে জোনাকিরা,
মিটিমিটি জ্বলে।
শুভেচ্ছা জানাই তোমায়,
‘শুভরাত্রি’ বলে।

দিন ফুরালো, রাত্রি এলো,
জ্যোৎস্না মাখা চাঁদ-
কানে কানে বলছে শোন
তোমায় ‘শুভ রাত’।

রাত যদি মিলিয়ে যায়,
চাঁদের আলোর শেষে,
বন্ধু আমি সদাই আছি,
তোমারই পাশে ।
শুভরজনী।

‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে,
উছলে পড়ে আলো।
ও রজনীগন্ধা,
তোমার গন্ধসুধা ঢালো ॥
পাগল হাওয়া বুঝতে নারে
ডাক পড়েছে কোথায় তারে-
ফুলের বনে যার পাশে যায়
তারেই লাগে ভালো ॥’

রবীন্দ্রনাথ ঠাকুর

Share this post: