100+ Beautiful Good Morning Wishes, Quotes, Images and Poems in Bengali
Like any other ‘Bong’ guy coming from the city of Kolkata, I truly love and enjoy when my friends, colleagues or relatives send me heartfelt good morning wishes in Bengali. There’s always a deep sense of satisfaction and personal connect when you can express your feelings and sentiments in your mother tongue. This article is specially curated for all my bong friends out there who are looking for unique good morning wishes quotes and images in Bengali to express their feelings and emotions to their loved ones.
So, here I have for you an exhaustive collection of over 100 heartfelt Good Morning wishes in Bengali that you can send and impress your near and dear ones. Our collection includes beautiful images of Kolkata with morning greetings, meaningful quotes and Bengali good morning wishes in charming rhymes. Most of the images, wishes and rhymes have been contributed by different individuals making our collection unique and fresh. So, download any image you like or simply copy any quote or message and send it to your loved ones. Hope this collection of Good Moring wishes in Bengali can add a touch of “বাঙালিয়ানা” to your mornings.
Best Good Morning Wishes In Bengali
Guys, here you will find a collection of 25 beautiful images of Kolkata with short good morning wishes in Bengali etched on them. Through these pictures I have tried to portray the true essence of Kolkata. You will find images of the famous Howrah bridge, Victoria Memorial and other notable landmarks of Kolkata – all clicked in the morning light of the sun.
So, browse and download the best good morning images in Bengali and share them with your loved ones. If you are looking for some beautiful good morning quotes or rhymes in Bengali then proceed to the next section. There are plenty to choose from.
Beautiful Good Morning Images in Bengali with Poems
Unique Good Morning Wishes Quotes and Images in Bengali
Moving on to this section, I have for you an exclusive and unique collection of over 75+ Bengali Good Morning wishes, meaningful quotes, beautiful Bengali poems and images. Personally, speaking I would always prefer to send a good morning in Bengali text that includes a beautiful quote or a poem instead of just a simple wish. So friends, enjoy this collection and download as many quotes and images you like. Start your day on a poetic note.
প্রত্যেক সকাল নতুন সফলতার শুরু। সুপ্রভাত!
সবুজ প্রকৃতি এবং শান্ত সকালের হাওয়া আপনার মনকে আনন্দ দিয়ে ভরে তুলুক। সুপ্রভাত!
সকাল বেলা ঘুম ভাঙাল একটি পাখি এসে
শুভ সকাল বলল আমায় মিষ্টি করে হেসে।
আমিতো আর পাখি নই বলব উড়ে উড়ে
বলছি তাই শুভ সকাল এস এম এস করে।
শুভ সকাল।
আলো সূর্যের হোক কিংবা আশার,
দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে।
সুপ্রভাত।
রাতের আঁধার মুছে গিয়ে
আসুক আলোর রেশ
‘সুপ্রভাত ‘ বলছি তোমায়,
দিনটা কাটুক বেশ।
সূয্যিমামা জ্বাললো আলো
মাতলো সকল দিক,
শুভ সকাল জানাই বন্ধু
তোমায় আন্তরিক।
চাইছি এখন অঝোর ধারায়
বৃষ্টি নামুক জোরে,
প্রাণে লাগুক শীতল বাতাস,
উষ্ণতা যাক উড়ে।
হয়তো হাতের কাছে নেই
কিন্ত মনের কাছেই আছি
শুভ কামনা ও শুভেচ্ছা নিরন্তর।
সুপ্রভাত।
সূর্যের প্রথম রশ্মি আপনার জীবনকে নতুন আশা দিয়ে পূর্ণ করুক। সুপ্রভাত!
আজি এ প্রভাতে রবির কর
Rabindra Nath Tagore
কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!
না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
যার দৃষ্টিভঙ্গি যেমন,
জগত সংসার তার কাছে তেমন।
সুপ্রভাত।
আকাশ জুড়ে আলোর রাশি
জীবন ভ’রে ছড়াক হাসি,
নয়ন মেলে দেখো চেয়ে.
বলছে সকাল ‘ভালোবাসি’।
সুপ্রভাত।
প্রত্যেক সকাল বয়ে আনে এক নতুন সম্ভাবনার উৎস।
“শুভ সকাল”
রাত ফুরালো সকালবেলা,
নীল আকাশে মেঘের খেলা।
নয়ন মেলো ঘুমিও নাকো,
সারাটা দিন সুখে থেকো।
সুপ্রভাত।
প্রাণে প্রাণ রাখি বন্ধু
হাতে থাকুক হাত
সারাজীবন ভালোবেসে
বলব সুপ্রভাত।
কঠিন জীবন চলার পথে
নেভে যদি আলো,
থেমে তুমি যেও নাকো
মনের প্রদীপ জ্বালো।
সুপ্রভাত।
বন্ধু মানে পাশে থাকা
স্বার্থ চিন্তা হীন।
তোমার জন্য কামনা তাই
শুভ হোক দিন।
শুভ সকাল।
গাছের পাতায় আলোর নাচন
ফুলে ভরা ডাল
শুভেচ্ছার ডালি নিয়ে
জানাই শুভ সকাল।
রাতের পরে দিন আসে আর
দিনের পরে রাত
কালো রাতের আঁধার শেষে
জানাই সুপ্রভাত ।
তোমার দিনটি ভাল কাটুক
আমার শুভেচ্ছা রইল।
শুভ সকাল।
তোমার দিন সুখ আর স্বাচ্ছন্দ্যে ভরা হোক। তোমাকে জানাই নতুন দিনের শুভেচ্ছা।
শুভ সকাল!
সূর্য যখন সোনার রঙে আকাশকে রঙিন করে তোলে, তখন আপনার দিনটি শুরু হোক আনন্দ, উষ্ণতা এবং অবিস্মরণীয় মুহূর্তগুলির ডালি নিয়ে। রঙিন হোক প্রতিদিন ।সুপ্রভাত।
স্নিগ্ধ সকাল,
আসুক চিরকাল।
সবার জীবন মাঝে
আনন্দটা বিরাজ করুক,,
সকাল থেকে সাঁঝে।
শুভ সকাল।
নব আনন্দে জাগো আজি
Rabindra Nath Tagore
নব রবি কিরণে
শুভ্র-সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে।
ভোর হলো, দিন এলো, জীবন হলো আরও আলোময়। শুভ সকাল!
আমরা যখন ভাবি সব কিছু শেষ হয়ে গেছে,
কখনো কখনো সেখান থেকেই নতুন কিছুর সূচনা হয়।
রাতের শেষে আসে নতুন সূর্যের ভোর। নতুন ভাবে শুরু হোক প্রতিটা দিন।
সুপ্রভাত।
দুচোখ ভরা স্বপ্নগুলো
রাখবো ধরে মুঠোয় ভরে,
এক পা দু পা এগিয়ে যাবো,
গল্পগুলো সত্যি করে।
সুপ্রভাত।
সূর্যের প্রথম আলোয় সকল অন্ধকার কেটে গিয়ে আপনার দিন উজ্জ্বল হোক। সুপ্রভাত।
নতুন দিনে নতুন মন, নতুন নতুন আশা
রাত পোহালে আসবে আবার নতুন ভালোবাসা
রাত পোহালো সকাল হলো ফোনে বাজে রিং
মিষ্টি হেসে জানাই তোমায় গুড মর্নিং.
তোমার প্রকাশ হোক
কুহেলিকা করি উদ্ঘাটন
সূর্যের মতন।’
সুপ্রভাত।
প্রত্যেক সকাল আপনার জীবনকে আরও সুন্দর করে তুলুক। সুপ্রভাত!
নতুন ভোর, নতুন আশা, নতুন রোদ,
নতুন আলো, মিষ্টি হাসি, দুষ্ট চোখ
স্বপ্ন গুলো পূর্ণ হোক।
শুভ সকাল।
সকালের প্রথম আলো আপনার জীবনে সুখ এবং শান্তি এনে দিক। সুপ্রভাত!
তোমার প্রতিটি দিন আনন্দময় এবং সুখময় হোক। শুভ সকাল!
কত কি রোজ মনে হয়,
সব কি আর সত্যি হয়?
কিছুটা ভুলতে হয়,
আর বাকিটা মানতে হয়!
শুভ সকাল!
সকালের শীতল হাওয়া জাগিয়ে দিলো নতুন দিনের ভোর। শুভ সকাল!
শিমুল গাছে কোকিল পাখি গাইছে মধুর গান…
আমার সব স্বপ্ন তোমায় ঘিরে, তুমি আমার প্রাণ…!!
গুড মর্নিং
ফুলের বাগান বলছে তোমায়,
বাড়িয়ে দুটি হাত।
আমিও তাই বলছি তোমায়,
মিষ্টি সুপ্রভাত।
জীবনের কিছু পথ একাই চলতে হয়,
কিছু কান্না লুকিয়ে একাই কাঁদতে হয়।
কিছু মানুষ আপন হয় সময়ের ব্যাবধানে,
আবার কিছু মানুষ দূরে চলে যায় নিজের প্রয়োজনে।
সুপ্রভাত!
আপনকে পর করে দেয় পরিস্থিতি,
আর পরকে আপন করে দেয় অনুভূতি।
সুপ্রভাত!
আগামী প্রতিটা দিন হোক ইচ্ছেপূরণের দিন। স্বপ্নেরা ডানা মেলুক। শুভ সকাল
নীরব থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয়,
কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয়।
সুপ্রভাত।
ইচ্ছেরা সব
স্বপ্ন পাক ,
রঙিন জীবন
সঙ্গে থাক।।
সুপ্রভাত
সময় চোখে দেখা যায় না,
কিন্তু সময় অনেক কিছুই দেখিয়ে দেয়।
সুপ্রভাত।
হার মেনে নেবার নাম জীবন নয়।
লড়াই করে এগিয়ে চলার নামই হলো জীবন।
সুপ্রভাত!
ভগবানের কাছে প্রার্থনা করি আজ থেকে তোমার সকল প্রকার দুঃখ কষ্টের অবসান হোক। ভালো থেকো।
সকালের শীতল হাওয়া আপনার দু:খ মুছে দিয়ে নতুন উদ্দীপনা এবং শক্তি নিয়ে আসুক। সুপ্রভাত!
মুছে যাবে সব গ্লানি
ঘুচবে কালো রাত
সূর্য এনেছে দেখো
রাঙা সুপ্রভাত
স্বপ্ন যখন যন্ত্রণা দেয়,
বাস্তবতা তখন মানুষ চেনায়।
শুভ সকাল।
সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা,
সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা…
সকাল মানে জীবন থেকে একটি দিন কমা,
সকাল মানে জীবন পথে এগিয়ে চলার বাসনা…।
—শুভ সকাল—
স্বপ্ন দেখার প্রহর শেষে ফিরলো পরি ঘুমের দেশে
কালো মেঘের আড়াল থেকে সূর্য দিলো দেখা
তাকিয়ে দেখো ভোরের আলোয় নতুন স্বপ্ন লেখা।
-সুপ্রভাত!-
বিশ্বাস গড়ে ওঠে তিলেতিলে…
আর ভেঙে যায় এক ঢিলে।
শুভ সকাল।
ভোরের পাখি সুর বেঁধেছে
রাতের অবসানে,
সমস্ত দিন কাটুক তোমার
আনন্দ আর গানে
—শুভ সকাল—
সকাল মানে ঘুম চোখে একটু জেগে ওঠা,
সকাল মানে ভোরের আলোয় নূতন গোলাপ ফোটা,
সকাল মানে নতুন আশায় বাড়িয়ে দেওয়া হাত
আজ সকালে তোমায় জানাই নূতন সুপ্রভাত!!
হিম শীতল সকালে, রঙ্গিন তুলির চাদরে,
ঢাকা সূর্যের আলোতে, যদি ঘুম ভাঙ্গে তোমার,
মনে করবে প্রথম গুড মর্নিং উইশ-টা,
ছিল শুধু আমার।
আবার একটা নতুন দিন…শুভেচ্ছা অন্তহীন।
সুপ্রভাত।
রাত পেরিয়ে হলো সোনালী একটা ভোর,
কি ব্যাপার, তোমার চোখে এখনো ঘুমের ঘোর?
ওঠো ওঠো, চোখ খোলো, তাকিয়ে দেখো তুমি,
এক গুচ্ছ ফুল হাতে দাঁড়িয়ে আছি আমি।
—শুভ সকাল—
মিষ্টি সকাল, ঠাণ্ডা হাওয়া,
মেঘের আবার আসা যাওয়া।
মধুর সকাল, নরম আলো,
দিনটি তোমার কাটুক ভালো।
-সুপ্রভাত।-
আজকের নতুন দিন আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করুক।
সুপ্রভাত।
ভোরের প্রথম সোনালি আলো,
স্বপ্ন নতুন জাগিয়ে গেলো।
শিশির ভেজা ঘাসের পাতায়,
তোমার হাতের আলতো ছোয়ায়
ফুটল সকাল, কাটল রাত,
তাই তোমায় জানাই, সুপ্রভাত।
একটা গাছ জন্মসূত্রেই গাছ
একটা পাখি স্বাভাবিক ভাবেই পাখি
অনেক চেষ্টায় চেতনায় জাগরণে মানুষ – মানুষ।’
সুপ্রভাত!
সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক,
দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক,
বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল,
বন্ধু তোমাকে জানাই – “শুভ সকাল”
রাতের পরে দিন আসে আর
দিনের পরে রাত,
আঁধার যতই গভীর হোক
আসছে সুপ্রভাত।
রাতের পরে দিন আসে আর
দিনের পরে রাত,
আঁধার যতই গভীর হোক
আসছে সুপ্রভাত।
সময়ের কাছে সবাই ফিকে,
তুচ্ছ তুমি আমি।
সময় থাকতে মূল্য দিও;
ওটা ভীষণ দামী।
সুপ্রভাত।
ভোরের আকাশ ডাকছে তোমায়,
ডাকছে ভোরের পাখি।
বলছে তোমায় জেগে ওঠো,
খোলো দুটি আঁখি।
-সুপ্রভাত।-
শিশির ভেজা ভোরের হাওয়ায়
প্রজাপতিরা পাখা ভাসায়
কিচির মিচির ডাকছে পাখি,
বন্ধু তুমি খোল আঁখি।
সুপ্রভাত।
ভোরের আলোয় ঘুচবে কালো
দিনটা তোমার কাটুক ভাল
-সুপ্রভাত।-
থাকবো নাকো অন্ধকারে
দেখব এবার জগতটাকে
সূয্যিমামা ঘুম ভাঙাল
নতুন একটা সকাল হলো
শুভ সকাল
একটি দিন মানে
সুযোগ আরও একবার
দিন শুরু কর
ঈশ্বরকে জানিয়ে নমস্কার ।
রাত গিয়েছে ভোর হয়েছে
দেখ নয়ন মেলে,
নতুন দিন ডাক দিয়েছে
মিষ্টি করে হেসে।
-শুভ সকাল।-
ভোরের প্রথম আলো যেমন মায়াবী।
ভোরের হাওয়া যেমন স্নিগ্ধ।
ভোরের পাখির ডাক যেমন মধুর।
তোমার জীবন হোক তেমন সুন্দর।
“সুপ্রভাত ”
ভোরের বেলায় হাসল আকাশ
মৃদু মন্দ বইছে বাতাস।
বাতাসের গানে ঘুম ভাঙলো
নতুন সকাল হাত বাড়াল।
-শুভ সকাল।-
প্রত্যাশা যত কম, জীবন ততই সুন্দর।
শুভ সকাল।
স্নেহ ভালোবাসা অতীত হয় না,
অনন্তকাল ধরে বেঁচে থাকে।
সুপ্রভাত।
We have finally come to the end of this collection of 100 beautiful Good Morning wishes in Bengali. Hope you have enjoyed the good morning quotes in Bengali and poems as much as I have enjoyed compiling them for you. Being a Bengali myself and coming from the city of Kabi Guru Rabindra Nath Tagore, I personally feel that the Bengali language is one of the sweetest languages when it comes to expressing of feelings and emotions. So, my dear bong friends, spread the Bengali vibe by sharing these beautiful good morning wishes and poems with your friends and family.
Also don’t forget to check out some of my other collections, which include good morning and good night images with meaningful quotes and wishes in English. Can’t wait to share more such useful articles with you. Until next time, “শুভ সকাল” and keep spreading all the love and positivity!