Beautiful Good Night Wishes, Images, Quotes in Bengali
India is known for its cultural and linguistic diversity, where people take pride in expressing their emotions in their native languages. For the Bengali community, the Bengali language, or Bangla, holds a special place in their hearts. This Eastern Indo-Aryan language, with a heritage spanning over 1400 years, is not just a medium of communication but a deep connection to their identity. It’s the language of great literary legends like Nobel Laureate Rabindranath Tagore, Sarat Chandra Chattopadhyay, and Bankim Chandra Chatterjee, who have left an indelible mark on world literature. Naturally, when it comes to sharing heartfelt moments like wishing good morning or good night wishes, Bengalis often choose to do so in their beloved Bangla.
Recognizing this beautiful tradition, we’ve curated a unique collection of Good Night wishes in Bengali that blends the warmth of emotions with the charm of the language. Whether it’s a simple message to wish “Subho Ratri” or a good night poem in Bengali to express care and affection, our collection caters to every sentiment. You’ll also find stunning Good Night images with wishes in Bengali, along with touching Good Night quotes in Bengali that will resonate deeply with your loved ones. These messages will not only convey your thoughts but also add a personal touch to your night greetings.
So, if you want to share heartfelt good night wishes that truly reflect your emotions, this collection is just what you need. Whether it’s a warm message, a poetic quote, or a beautiful image, these carefully crafted Good Night wishes in Bengali help you connect with your loved ones in a meaningful way. Let the charm of Bangla language make your messages more personal and special, spreading love and comfort as the day comes to an end. Take a moment to explore these heartfelt wishes and bring a smile to the faces of those who matter most to you.
Also read Good morning wishes, images and quotes in Bengali.
Good Night Wishes in Bengali
প্রতিটি রাতের পরে আসে নতুন সকাল। স্বপ্ন দেখো, আশা রাখো।
– শুভ রাত্রি।
মনে পড়ে কত কিছু,কত স্মৃতি কত ব্যাথা
ঘুম যেই লাগল চোখে, মুছে যায় সব কথা।
– শুভ রাত্রি।
সুখের সায়রে, স্বপ্ন তরী ভাসিয়ে
সব ক্লান্তির পারে, নিদ্রায় যাই হারিয়ে।
– শুভ রাত্রি।
দিন ফুরালো রাত্রি এল
ঘনিয়ে এল কালো
সব কালিমা মুছিয়ে ফেলে
মনের প্রদীপ জ্বালো।
– শুভরাত্রি।
রাত জুড়ে চোখে শ্রাবণ নয়, বসন্ত থাকুক।
– শুভ রাত্রি।
আজকের রাত্রি তোমার সকল দুঃখ-কষ্ট দূর করে সাফল্য ও আনন্দে ভরা একটি নতুন দিন বয়ে আনুক।
– শুভ রাত্রি।
তোমার স্বপ্নের মাঝে আমি হারিয়ে যাই, তোমার ভাবনায় রাত কাটাই।
– শুভ রাত্রি।
সকাল, দুপুর, সন্ধ্যা শেষে এল গহন রাত্রি,
প্রভাতের আসার আশায় জানাই শুভরাত্রি।
– শুভ রাত্রি।
রাত হল চিন্তা ও চেতনার মিলনস্থল – এক নতুন সূর্যোদয়ের প্রতীক্ষা।
– শুভ রাত্রি।
Good Night Images in Bengali with Poems
প্রতিটি রাত নতুন সুযোগের প্রতীক। সমস্যাগুলো রাতের অন্ধকারে হারিয়ে যাক। আগামী সূর্যোদয় নিয়ে আসুক নতুন আশা।
শুভ রাত্রি।
রাতের চাদরে মুড়ে আদর পাঠালাম তোমায়। যত্ন করে তুলে রেখো।
শুভ রাত্রি।
দিনের আলো নিভে এলে,
মন লাগে না কাজে।
রাত্রি মানে ঘরে ফেরা,
আপন জনের মাঝে।
শুভরাত্রি।
তোমার জন্য আঁচল বিছিয়ে রাখি
তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি পাহারায় থাকি –
যাতে কোন দু:স্বপ্ন তোমায় ছুঁতে না পারে।
শুভ রাত্রি ।
দিন চলে যায় রাত্রি আসে
সব চিন্তা সরিয়ে পাশে।
ফুটবে নতুন ভোরের আলো
এবার তুমি চোখটা মেলো।
শুভ রাত্রি।
রাত্রি যখন গভীর হলো
জোৎনা ভরা চাঁদের আলো
ঘুমের মাঝে স্বপ্ন গুলো
নতুন আশায় ভরিয়ে দিলো।
শুভরাত্রি।
সব ভাবনা মুছে ফেলে,
সব দুঃখ দূরে ঠেলে,
সব কষ্টের হবে শেষ,
লাগলে চোখে ঘুমের রেশ।
শুভ রাত্রি।
আঁধার নামে দিকে দিকে, ক্লান্ত চারিধার,
তোমার চোখে শান্ত ঘুমের, পরশ লাগুক এবার।
শুভ রাত্রি।
ঝিরিঝিরি বৃষ্টি এল
সারা হল সব কাজ।
আলতো করে কানে কানে
‘শুভরাত্রি’ বলছি আজ।
শুভরাত্রি।
একটু যদি আমার কথা পড়ে তোমার মনে,
তবে আমায় খুঁজে পাবে গভীর স্বপনে ।
শুভরাত্রি।
Good Night Images with Quotes in Bengali
সারা দিনের শেষে
একটুখানি হেসে,
শুভরাত্রি জানাই বন্ধু
তোমায় ভালোবেসে।
শুভরাত্রি।
সারাদিনের ক্লান্তি শেষ,
লাগুক প্রাণে ঘুমের আবেশ।
আসবে রঙিন সুপ্রভাত
পেরিয়ে গিয়ে শুভ রাত।
-শুভ রাত্রি।
দিনের আলো শেষ হল,
রাত্রি আঁধার ঘনিয়ে এলো।
বন্ধু তুমি ঘুমিয়ে পড়ো ,
রাত্রি এবার অনেক হলো।
শুভ রাত্রি।
হাওয়া বয় শনশন, তারাগুলো আঁধারে;
জোনাকির বাতি জ্বলে, ঘন বন বাদাড়ে।
থমথমে রাত নামে দিনটাকে সরিয়ে,
পাশ ফিরে চোখ বোজো
বালিশটা জড়িয়ে…।
-শুভ রাত্রি।
মেঘলা আকাশ
বইছে বাতাস
মিষ্টি চাঁদের আলো
তারই মাঝে গভীর রাতে
স্বপন দেখা ভালো
শুভরাত্রি।
রাত্রি যখন নামলো শেষে
হারিয়ে যাওয়া ঘুমের দেশে
স্বপন গুলো বলল হেসে
চল না যাই পরীর দেশে।
শুভরাত্রি।
রাতের আকাশ, তারায় ভরা
একলা লাগে, তোমায় ছাড়া।
শুভরাত্রি।
আঁধার রাতে জোনাকিরা,
মিটিমিটি জ্বলে।
শুভেচ্ছা জানাই তোমায়,
‘শুভরাত্রি’ বলে।
দিন ফুরালো, রাত্রি এলো,
জ্যোৎস্না মাখা চাঁদ-
কানে কানে বলছে শোন
তোমায় ‘শুভ রাত’।
রাত যদি মিলিয়ে যায়,
চাঁদের আলোর শেষে,
বন্ধু আমি সদাই আছি,
তোমারই পাশে ।
শুভরজনী।
‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে,
রবীন্দ্রনাথ ঠাকুর
উছলে পড়ে আলো।
ও রজনীগন্ধা,
তোমার গন্ধসুধা ঢালো ॥
পাগল হাওয়া বুঝতে নারে
ডাক পড়েছে কোথায় তারে-
ফুলের বনে যার পাশে যায়
তারেই লাগে ভালো ॥’