কালী পূজা ও শুভ দীপাবলির শুভেচ্ছা বার্তা: Happy Diwali and Kali Puja Wishes In Bengali

Share this post:

দীপাবলি ভারতের জাতীয় উৎসব। ‘তমসো মা জ্যোতির্গময়ো’ – এই অন্ধকার থেকে আলোয় উত্তোরণের উৎসবের নাম দীপাবলি। দুর্গাপুজোর বিজয়ার পরের অমাবস্যায় দীপাবলির আয়োজন হয়। এই সার্বজনীন উৎসবের আনন্দ বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এর সাথে ভাগ করে নিতে পারেন শুভ দীপাবলির শুভেচ্ছা বার্তা (Happy Diwali wishes in Bengali), মেসেজ , কবিতা ও ছবির মাধ্যমে।

দীপাবলির দিনেই অনুষ্ঠিত হয় কলীপূজা। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী কালিকা দুর্গারই আরেক রূপ। সংস্কৃত ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা শক্তির পূজা, সকল অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়। তাই এই রাত অমানিশার আঁধারের বিরুদ্ধে আলো জ্বালার রাত। আপনার প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিতে আমরা এনেছি সুন্দর সুন্দর কালী পূজার শুভেচ্ছা বার্তা, কবিতা ও ছবি (Kali Puja wishes, poems and images in Bengali) এবং আরো অনেক কিছু।

কালীপূজা বা শ্যামাপূজা উপলক্ষ্যে অনুষ্ঠিত এই দীপাবলি উৎসবকে ঘিরে প্রধানত বাঙালি হিন্দুদের মধ্যে উৎসাহ থাকে চোখে পড়ার মত। নিজেদের ঘর সাজানোর পাশাপাশি আতসবাজি পোড়ানোর আনন্দে মেতে ওঠে ছোট বড় সকলেই। বিজয়ার ভাসানের সাথে সাথে যে আনন্দে ভাটা পড়ে, দীপাবলির উৎসবে তা আবার নতুন জোয়ার নিয়ে আসে। আজ কাছে – দূরে থাকা আত্মীয়-স্বজন -বন্ধু-বান্ধবের সাথে মনের আবেগ ছড়িয়ে দেবার দিন। আপনার স্নেহ-আশীর্বাদ- ভালোবাসা জানাতে আপনার মনের মত শুভ দীপাবলির শুভেচ্ছা বার্তা (Happy Diwali wishes in Bengali) ও কালী পূজার শুভেচ্ছা বার্তা (Kali Puja wishes) পসরা সাজানো আছে, ইচ্ছেমত বেছে নিন।

**Checkout our article on Happy Diwali Wishes and Images in Hindi and English

Kali Puja Wishes in Bengali: কালীপুজোর শুভেচ্ছা বার্তা

আজ শ্রী শ্রী কালীপূজা। তন্ত্র অনুসারে মা কালী দশমহাবিদ্যার প্রথম দেবী। কালী সংহারমূর্তি। এই সংহার অমঙ্গলের। তাই মঙ্গলময়ী শক্তির প্রতীক হিসাবে দেবী কালিকার আরাধনা করা হয় বিপুল উৎসাহের সঙ্গে। অভিনব কালীপুজোর শুভেচ্ছা বার্তা ছবি (Kali Puja wishes in Bengali), কবিতা, ছবি ও কালীপুজো বিষয়ক উদ্ধৃতি (Kali Puja quotes) পাবেন আমাদের সম্ভারে।

Happy Kali Puja Wish | Roopvibes
Kali Puja Geetings In Bengali | Roopvibes
Happy Kali Puja Wishes In Bengali | Roopvibes
Subho Kali Pujo Wishes In Bengali | Roopvibes

শ্যামা মায়ের কালো রূপে
শক্তির জয়গাথা।
কোন দুঃখ রইবে না আর
ঘুচবে সকল ব্যথা।
কালীপুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন

শক্তি আরাধনায় প্রাণের সকল দুর্বলতা দূর হোক ।
শুভ শ্যামাপূজা।

শ্যামা মা এসো ঘরে
আলোর দিশা দিয়ে,
দ্বেষ-হিংসা সব ভুলে
সৌভাগ্যের প্রতীক নিয়ে।
–শুভ শ্যামাপূজা

মন্ডপে মন্ডপে আলোর খেলা
আতসবাজিতে খুশির মেলা
—শ্যামাপূজার অভিনন্দন।

হিংসা ভুলে শান্তি আসুক শ্যামা মায়ের আগমনে – কালীপূজার শুভেচ্ছা।

কালো মেয়ের পায়ের তলায়
দেখে যা আলোর নাচন।
রূপ দেখে দেয়
বুক পেতে শিব,
যাঁর হাতে মরণ বাঁচন।’
কালীপুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন।

মা কালীর আশীর্বাদ আপনার পরিবারের উপর বর্ষিত হোক।
শুভ দীপাবলি।

প্রতিটি কণ্যা ভ্রূণ পৃথিবীর আলো দেখুক। কালো মেয়েরা সম্মান পাক। সেখানেই কালীপুজোর সার্থকতা।
শুভ কালীপুজো

মায়ের আশীর্বাদ ও দীপাবলীর আলোকে দূর হয়ে যাক মনের সকল কালিমা – শুভ কালীপূজা

যত মন্দ যত কালো
শেষ হয়ে যাক
জ্বলুক আলো।
শুভ কালীপুজো।

Happy Diwali Wishes in Bengali: শুভ দীপাবলির শুভেচ্ছা বার্তা

দীপাবলি আলোর উৎসব। সারা দেশে ভিন্ন ভিন্ন নামে এই উৎসব পালিত হয়। হিন্দুরা বিশ্বাস করেন – মাহালায়ায় পিতৃপুরুষেরা মর্ত্যে আসেন, দীপাবলিতে তাঁরা যমলোকে ফিরে যান। তাঁদের পথ দেখানোর জন্য আলো জ্বালা হয়, বাজি পোড়ানো হয়, কোথাও আকাশ প্রদীপ জ্বালা হয়। এই দিনে আলো জ্বেলে ঘরে মা লক্ষ্মীকে অভ্যর্থনা জানানোর কথাও মানা হয়।

মোট কথা, বিশ্বাসে পার্থক্যে থাকলেও উৎসবে সামিল হন সবাই। এই দীপাবলিকে আরো আলোকিত করতে আমরা এনেছি শুভ দীপাবলির শুভেচ্ছা বার্তা (Happy Diwali wishes in Bengali), মেসেজ , কবিতা ও ছবি, যেগুলি আপনার পছন্দ মত প্রিয়জনের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন।

Happy Diwali Bengali Wishes | Roopvibes
Subh Diwali Wishes In Bengali | Roopvibes
Shubh Deepawali Greetings In Bengali | Roopvibes
Shubh Deepawali Wishes In Bengali | Roopvibes

গলি থেকে রাজপথ–দূরত্ব যাক ঘুচে,
দীপাবলীর আলোর মেলায়
সব ভেদাভেদ যাক মুছে।।
শ্যামাপূজা ও দীপাবলীর শুভেচ্ছা

ভালোবাসার দীপালোকে, রঙিন আতসবাজিতে জীবন হয়ে উঠুক আনন্দময়—– শুভ দীপাবলী

যত শোক তাপ দাও ঘুচিয়ে,
আলোর দীপ দাও জ্বালিয়ে,
কাটুক অন্ধকার।।-
—শুভ দীপাবলী

ফুলঝুরি আর আতসবাজি,
ভালোবাসার ছোঁওয়া।
ছোটবেলার মধুর স্মৃতি
আবার ফিরে পাওয়া।
শুভ দীপাবলি।

ঘরে ঘরে ডাক পাঠালো-
‘দীপালিকায় জ্বালাও আলো।
জ্বালাও আলো , আপন আলো,
সাজাও আলোয় ধরিত্রীরে।

রবীন্দ্রনাথ ঠাকুর

মনের কোনে জমে থাকা হতাশার অন্ধকার দূর করে নতুন আশার আলো আসুক প্রাণে। শুভ দীপাবলি।

আলোকের এই ঝর্ণাধারায়’ সব মলিনতা মুছে জীবন হোক বর্ণময়
শুভ দীপান্বিতা চিরন্তন সুখ-সম্পদ ও সুস্থতা বয়ে আনুক।

দীপাবলির প্রদীপ সারাজীবনের জন্য আলো বয়ে আনুক তোমার জীবনে। অশেষ শুভকামনা রইল।
শুভ দীপাবলি।

অমানিশার আঁধার ঘুচে
রঙিন আলোর মালা ।
মনের কোণের ইচ্ছেগুলো
সত্যি হোক এইবেলা।
শুভ দীপাবলীর শুভেচ্ছা ও অভিনন্দন।

দীপাবলীর পূণ্য লগ্নে বিকশিত হোক সৌভাগ্য ও সমৃদ্ধি। উজ্জ্বল আলোকে সেজে উঠুক ধরণী।
শ্যামাপূজা ও দীপাবলীর শুভেচ্ছা ও অভিনন্দন

দীপাবলির পূণ্য দিনে সকল ভেদাভেদ মুছে যাক। সম্পর্ক হোক ভালোবাসার, পারস্পরিক সম্মানের।
দীপাবলীর শুভ কামনা

আট থেকে আশি মিলে
প্রাণের আলো জ্বালো,
বাজি- ফানুস- আলোর মাঝে
দিনটি কাটুক ভালো।
শুভ দীপাবলি।

লক্ষ প্রদীপের আলো অনির্বাণ হোক। আপনার ও আপনার পরিবারের সদস্যদের স্বপ্ন- আশা- আকাঙ্খা পূরণ হোক। শুভ দীপাবলি।

যাক অবসাদ , বিষাদ কালো
দীপালিকায় জ্বালাও আলো।
দীপাবলির আনন্দ উৎসবে মেতে উঠুন প্রিয়জনের সঙ্গে।

আলোর রোশনাই সকল কালো মুছে আপনার সুখের দিশা আনুক। আজকের আলোর রোশনাই আগামীকে আলোকময় করুক।
কালী পূজা ও দীপাবলির শুভেচ্ছা জানাই।

আনন্দ উপভোগ করুন ইচ্ছেমত। কিন্ত আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়। সুস্থ থাকুন।
শুভ দীপাবলি।


Share this post: