দুর্গাপূজা 2023: Durga Puja Wishes, Images, Quotes in Bengali and English
Are you looking for some beautifully crafted, unique Durga Puja wishes, images and quotes to spread the festive vibe among your near and dear ones? Well, I have for you an exhaustive collection of Durga Puja wishes and images in both Bengali and English that you can share to make your festival celebrations truly special.
To every Bengali, Durga Puja is much more than just a festival. Its a heartfelt emotion, a cherished sentiment that lives in our souls. On the day of the Mahalaya, festive spirits are ignited as the community pandals apply final touches for the big occasion. Recently, the Durga Puja festival has been designated as the Intangible Cultural Heritage of Humanity by UNESCO. It was a proud moment for all Bengalis.
While the Bengali community celebrates Durga Puja, the non-Bengali community observes the festival of Navratri, which coincides with Durga Puja. The celebrations begin with the Mahalaya and ends on Bijoya Dashami with the immersion of Durga idols. Recently, the Durga Puja festival was designated as the Intangible Cultural Heritage of Humanity by UNESCO—a proud moment for all Bengalis.
In this article you will find a unique collection of Durga puja wishes and images in Bengali categorized by the most important days of the festival—Sashti, Saptami, Maha Ashtami and Navami. I also kept a separate section for all of you who wish to send Durga Puja wishes and greetings in English. So, share the ones you like with your friends, family and relatives, and make this Durga Puja a festival to remember.
Durga Puja Wishes in Bengali : দুর্গাপূজা শুভেচ্ছা বার্তা
দুর্গাপূজা।এই একটিমাত্র শব্দের সাথে উচ্চারিত হয় সমগ্র বাঙালির আবেগ। রামায়ণ অনুসারে শারদীয় দুর্গাপুজোর সূচনা করেছিলেন শ্রীরামচন্দ্র অকালবোধনের মধ্যে দিয়ে। আজো বাঙালি হিন্দুরা তার ধর্মীয় বিশ্বাস আচার আচরণ পালন করে চলেছে। কিন্ত ‘পুজো’ বা ধর্মীয় অনুষ্ঠানের চেয়ে অনেক বড় হয়ে উঠেছে উৎসব। তাই দুর্গাপুজো মানে প্রাণের উৎসব, মানুষের মিলনোৎসব। বারো জন মিলে যে বারোয়ারী পুজো শুরু করেছিলেন, আজ তা দেশ-কাল-সীমানার গন্ডি পেরিয়ে ‘হেরিটেজ’ এর মুকুট মাথায় তুলে নিয়েছে। তাই তো দুর্গাপুজো অনাবিল আনন্দ নিয়ে আসে, নিয়ে আসে কয়েকটা দিন একসাথে হৈ হৈ করে বাঁচার স্বপ্ন।
যিনি একদিকে মহাশক্তিরূপে মহিষাসুরকে বধ করেন, তিনিই আবার ঘরের মেয়ে উমারূপে ছেলেমেয়েদের সাথে নিয়ে বাপের বাড়িতে আসেন। এ আসলে চিরকালীন নারীর রূপ, মায়ের রূপ। ঢাকের আওয়াজ থেকে বিসর্জন পর্যন্ত ঐতিহ্য আর সাবেকিয়ানায় থাকে শিকড়ের টান। তাই সব দুঃখ-যন্ত্রণা-অভিমানের টানাপোড়েন ভুলে সকলে আনন্দোৎসবে সামিল হয়। এই প্রাণের উৎসব একান্তে অনুভবের নয়; তাই তো ছড়িয়ে দিতে চান সকলের মাঝে। আপনার ইচ্ছাকে রূপ দিতে আমরা সাজিয়ে রেখেছি Durga Puja wishes, images, quotes আরো অনেক অনেক greetings. এবার শুধু আপনার নিজের পছন্দ মত দুর্গাপূজা শুভেচ্ছা বার্তা খুঁজে download করে সকলের সঙ্গে ভাগ করে নেবার পালা।
‘আশ্বিন মাসে বাপের বাড়ি এসেছেন ভগবতী,
সঙ্গে গনেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী।’
—শুভ শারদীয়ার আন্তরিক অভিনন্দন
মা এসেছে, মোদের কী আর ভাবনা ভাই;
ভবের বোঝা দূরে ফেলে
আয় সকলে নাচি গাই।
শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা
মা যে জগত্তারিণী,
ভব- ভয়-হারিণী।
ধর্ম-অর্থ-কাম-মোক্ষ
সর্বদায়িনী।
শুভ শারদীয়া।
শ্রান্তি ঘুচে শান্তি নামুক। শুভ কামনা রইল।
শুভ শারদীয়া।
উৎসবের আলোয়
সকল বিভেদ মুছে
এক হয়ে যাক গলি থেকে রাজপথ।
শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
মন্ডপে আলোর রঙিন খেলা
জমজমাটি খুশির মেলা।। — শারদীয়ার শুভেচ্ছা
শরত মেঘে ভাসলো ভেলা,
কাশফুলেতে লাগলো দোলা,
ঢাকের ওপর পরুক কাঠি,
পুজো কাটুক ফাটাফাটি।।
–শারদীয়ার আন্তরিক অভিনন্দন
শরতের এই মেঘের ভেলা
কাশের বনে চলছে খেলা।
শিউলির গন্ধে ভরা নীল আকাশখানি
কাশফুলের দোলায় আজ মায়ের পদধ্বনি।
–শুভ শারদীয়ার আন্তরিক অভিনন্দন
দুঃখ-সুখের অবসানে,
নতুন গানে, নতুন প্রাণে।
নতুন ভোরে নতুন দিন,
খুশির আমেজ সারা দিন।।
শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা
মাগো, তুমি এসেছো ধরায়
শিশির স্নাত ঘাসে,
কাশফুলেরা শোভা বাড়ায়
শিউলির সুবাসে।।
-মাতৃব্ন্দনার শুভ সূচনায় শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা
নীল আকাশে হিমেল হাওয়া
কাশের বনে হারিয়ে যাওয়া,
মা এসেছেন মোদের ঘরে
আনন্দ তাই জগৎ জুড়ে।
–শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।
জানাই সকলকে Good Luck
পুজোয় সবাই ভালো থাক।।
–শারদীয়ার অভিনন্দন
Subho Sasthi Wishes: Durga Puja Wishes
ষষ্ঠীতে মায়ের বোধন। বোধন মানে জাগরণ। আশ্বিন মাস সূর্যের দক্ষিনায়নের কাল। এই সময় দেব-দেবীগণ ঘুমিয়ে থাকেন। জগতের কল্যাণের প্রয়োজনে জগতজননীকে জাগতে হয়। মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনায় ‘দুর্গা ষষ্ঠী ব্রত’ পালন করেন। এই বিশেষ দিনটিতে আপনার আত্মীয় – বন্ধু-বান্ধবকে Subho Sasthi wishes জানাতে আমরা তৈরি।
শিউলির সুবাসে নীলাকাশ
কাশের দোলায় আগমনীর আভাস—-শুভ ষষ্ঠী
আশ্বিণেতে দক্ষিণায়ন
দেবদেবী ঘুমায়,
ষষ্ঠীর দিনে
মায়ের বোধন
জাগরণ ঘটায়।
শুভ ষষ্ঠী
উমা মায়ের বোধন শেষে
হয় অধিবাস,
কাত্যায়নীর আসার আশায়
কাটে বারোমাস।
শুভ ষষ্ঠী
মাতৃব্ন্দনার শুভ সূচনায় মহা ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা।
আকাশ বাতাস আনমনা আজ
শুনি এ কোন ধ্বনি
আজ নতুন হয়েও অচিন,
এ কার আগমনী।।
–শুভ ষষ্ঠীর অভিনন্দন
নীল আকাশে রোদের ঝিলিক
শিউলির ফুলের গন্ধ,
মা এসেছেন মোদের ঘরে
তাই এতো আনন্দ।
— শুভ ষষ্ঠী
ঐ যে দূরে শোনা যায় আগমনীর সুর
ঢাকে আজ পড়ল কাঠি ঢ্যাং কুরা কুর কুর।
— শুভ ষষ্ঠী
গৌরী এল, দেখে যা লো ..
ভবেরও ভবানী আমার
ভবন করিল আলো। ‘
শুভ ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা।
Maha Saptami Wishes in Bengali
বলা যেতে পারে, সপ্তমী থেকেই মায়ের পুজো আরম্ভ হয়। ভোরবেলায় নবপত্রিকা স্নানের সময় থেকে ঢাকের আওয়াজে মন নেচে ওঠে। কলাবৌ এর স্নানের পর মায়ের আবাহন, চক্ষুদান ও প্রাণপ্রতিষ্ঠা। অর্থাৎ এই দিনেই মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ীর প্রকাশ ঘটে। এই পূণ্য তিথিকে আপনার মঙ্গল কামনাকে Maha Saptami Durga Puja Wishes এর মধ্য দিয়ে ছড়িয়ে দিতে পারবেন।
কাশের বনে আলোর নাচন
উৎসবে মাতে প্রাণ,
নবপত্রিকা স্নানের পরে
মায়ের চক্ষুদান।
‘শুভ মহাসপ্তমী’
সপ্তমীর পূণ্য ভোরে
কলা বউয়ের স্নান
ঢ্যাং কুরা কুর বাদ্যি বাজে
মন করে আনচান।
–শুভ সপ্তমী
মায়ের আশীর্বাদ বর্ষিত হোক সবার ওপর, ভালোবাসায় ভরে উঠুক জীবন।।
–শুভ সপ্তমী
বরিষ ধরার মাঝে শান্তি জাগে,
মায়ের আশীষে মনে পুলক লাগে।
—শুভ সপ্তমী
নীলাকাশে বার্তা শুনি
সপ্তমীর ডাক,
শিউলির বাস, কাশ ফুল
আর ঢাক
–সপ্তমীর সুপ্রভাত
মাতল যে ভুবন তোমার জয়গানে,
তোমার চরণ স্পর্শে মোদের পুলক জাগে প্রাণে।
—শুভ সপ্তমী
বছর ঘুরে মা এসেছে মোদের ঘরে
ঢাকের বাদ্যি শুনে সবার আনন্দ না ধরে।।
—শুভ সপ্তমীর অভিনন্দন
শুভ মহাসপ্তমীর প্রভাতে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
দুর্গতিনাশিনীর আশীর্বাদে সাফল্যের নতুন দিগন্ত খুলে যাক।
–শুভ সপ্তমী
Durga Ashtami Wishes in Bengali
দুর্গাপুজোর অন্যতম বিশেষ দিন অষ্টমী। এই দিনেই দেবতাগন মহামায়াকে নিজেদের অস্ত্র দান করেছিলেন। তিনি মহিষাসুরমর্দিণী রূপেই মন্ডপে মন্ডপে পূজিত হন। অতি আধুনিক বাঙালিও এই দিনে আধুনিকতার বদলে সাবেকি পোশাকে অঞ্জলি দিতে উৎসাহ দেখান। আপনার মনের বাঙালিয়ানার শিকড়ের টান- ঐতিহ্যের আবেগকে যদি সহজেই পরিচিতজনের হৃদয়ে পৌঁছে দিতে চান, তাহলে মহা অষ্টমীর সুপ্রভাত শুভ কামনার সাহায্য নিতে পারেন। আপনার জন্য রয়েছে সুন্দর সুন্দর Durga puja images, প্রয়োজনে download করতে পারবেন।
অষ্টমী মানে সাদা লাল পাড় শাড়ী
অষ্টমী মানে লাল পাঞ্জাবী
অষ্টমী মানে
পাশাপাশি অঞ্জলি।
— শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা
এল খুশির শরত, একটু হিমেল হাওয়া,
অনেক দিনের জমে থাকা,
অনেক কিছু পাওয়া।
অনেক খুশি অনেক আলো,
অষ্টমীটা কাটুক ভালো।।
যা দেবী সর্ব ভূতেষু শক্তিরূপেন সংস্থিতা,
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ
নমো নমঃ
— শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী
মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে।’
দেবী দুর্গে জগতজননী
তুমি মা মঙ্গলকারিনী।
— শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা
মাতৃব্ন্দনার শুভ সূচনায় অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা।
জগত জুড়ে উদার সুরে
শুনি শঙ্খধ্বনি মানসপুরে।।
‐-মাতৃব্ন্দনায় অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা
শিশিরে শিশিরে শারদ আকাশে
ভোরের আগমনী।।
— শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা
শিশির ভেজা নতুন ঘাসে
মা সেজেছে নতুন বেশে।।
— অষ্টমীর শুভ সকাল
মহা অষ্টমীতে মহামায়ার আশীর্বাণী বর্ষিত হোক সবার ওপর।।
সুখে থাকুক এ পৃথিবী,
করি মায়ের বন্দন।
মহাষ্টমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।।
Maha Navami Wishes in Bengali
অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে পালন করা হয় সন্ধিপুজো। পুরাণ মতে এই ক্ষণেই দেবী চামুন্ডা রূপে শুম্ভ নিশুম্ভ বধ করেছিলেন। দুর্গাপুজোর এই তৃতীয় দিনটি যথেষ্ট আনন্দের সঙ্গে শুরু হলেও একটা মন কেমন করা অনুভূতি সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। শুভ নবমী সুপ্রভাত শুভ কামনা, quotes বা images এর হাত ধরে আপনার একান্ত নিজস্ব আবেগ অনুভূতি প্রিয়জনের সাথে ভাগ করে নিতে পারবেন।
পুজো ঘিরে কত আশা,
দূর হয়ে যাক যত নিরাশা,
ইচ্ছে পূরণের অভিলাষা।।
–শুভ নবমীর অভিনন্দন।
দাও চেতনা,শোক ঘুচিয়ে
যত আঁধার দাও মুছিয়ে,
আলোর প্রদীপ দাও জ্বালিয়ে
কাটুক তমসা।
অসুরদলনী তুমি,জাগাও ভরসা।।
–নবমীর শুভেচ্ছা
ওরে নবমীর নিশি, না হইও রে অবসান।’
কমলাকান্ত ভট্টাচার্য
মন্ডপে আলোর রঙিন খেলা
জমজমাটি খুশির মেলা।।
–শুভ নবমীর অভিনন্দন।
ষষ্ঠীতে নতুন পরশ-
সপ্তমীতে শিশির বরষ,
অঞ্জলিতে অষ্টমী
জমজমাটি নবমী।
— শুভ মহা নবমী।
নবমী নিশি না হইও অবসান,
তুমি অস্ত গেলে নিশি
অস্ত যাবে উমা শশী
কাঁদিবে যে মায়ের পরাণ।।
–নবমীর শুভেচ্ছা
যেয়ো না রজনী
আজি লয়ে তারা দলে,
নবমীতে থেকো মাগো
ঘর আলো করে।।
–নবমীর প্রীতি ও শুভেচ্ছা
।। জয়ন্তী মঙ্গলা কালী
ভদ্রকালী কপালিনী
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী
স্বাহা স্বধা নমোহস্তুতে।।
—শুভ মহানবমী
নবমীর হোমানলে দূর হোক যত শোক-তাপ
—শুভ নবমীর অভিনন্দন
Subho Bijoya Wishes and Images in Bengali
দেখতে দেখতে প্রায় চোখের নিমেষে বোধন থেকে বিসর্জনের দিন চলে এল। আধুনিক ব্যস্ত জীবনে অনেক কিছুর মত পোষ্টকার্ডও হারিয়ে গেছে ঠিকই, কিন্ত বাঙালির শুভেচ্ছা আদান প্রদানে ভাটা পড়েনি। এখন মানুষ সাধারণত Subho Bijoya wishes, বা Bijoya Dashami images and quotes কে মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। আর তার সেরা সম্ভার আপনি পাবেন এখানেই।
আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে উমা বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেন। মায়ের এই বিদায়ের দিনে সকলের চোখে জল। আবার এক বছরের অপেক্ষা। পুরাণ অনুসারে , মহিষাসুরের বিরুদ্ধে নয় দিন নয় রাত্রি যুদ্ধের পর দশম দিনে দেবী দুর্গা বিজয়ী হন। হৈ হৈ করে কাটানো উৎসবের এই শেষ দিনটিতে একরাশ মনকেমন সঙ্গে নিয়েই আপামর বাঙালি পালন করেন ‘বিজয়া দশমী’। মাকে বরণ- সিঁদুরখেলা -একে অপরকে আলিঙ্গনের মধ্যে দিয়ে সম্প্রীতির উৎসবে মেতে ওঠেন। তাই আর দেরি না করে প্রিয় মানুষদের সঙ্গে নিজের মনের আবেগ ভাগ করে নিন Subho Bijoya Durga Puja wishes আর images এর সাহায্যে। ছোটদের আশীর্বাদ, বড়োদের প্রণাম আর সকলকে ভালোবাসা জানিয়ে পারস্পরিক বন্ধনকে সুদৃঢ় করুন।
পঞ্চমীতে খুশির মাতন
ষষ্ঠীতে মায়ের বোধন
সপ্তমীতে আলোর নাচন
অষ্টমীতে ভূরিভোজন,
নবমীতে ঠাকুর দেখায়
মাতল মানুষজন।
দশমী যে মায়ের বিদায়,
তাই বিষাদ সবার মন।।
–বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা
জগত জুড়ে
কোমল সুরে
বলছে মাগো
এসো ফিরে।
–শুভ বিজয়া
মাগো তুমি আবার এসো
আলোর দিশা নিয়ে,
দ্বেষ-হিংসা সব ভুলে
শান্তির বাণী দিয়ে।।
–শুভ বিজয়ার প্রীতি ও ভালোবাসা
আজ যে মা যাবেন চলে
সামনের বছর এসো বলে,
দুঃখ ভুলে সবার মাঝে
জানাই শুভেচ্ছা প্রিয়জনের কাছে।।
দুঃখ সুখের উতল হাওয়া
মায়ের কাছে চাওয়া পাওয়া,
নবমীর শেষে, আজ বিজয়া,
অভিনন্দনে মন ভরিয়ে দেওয়া।
বাদ্যি বাজে ঢাকের রবে,
বছর বছর হবেই হবে।।
——শুভ বিজয়া
বাতাস কাঁদে, আকাশ কাঁদে
বিষাদ সবার মন।
মারও চোখ ভরে জলে,
আজ যে বিসর্জন।।
—–শুভ বিজয়ার অভিনন্দন
বিসর্জন মানে ত্যাগ নয়, বিসর্জন মানে বিশেষ রূপে অর্জন। মা থাকুন হৃদয় জুড়ে চিরদিন। শুভ বিজয়া।
বিজয়া দশমী উৎসবের শেষ নয়,
বিজয়া দশমী মানে আরো উৎসবের শুরু। আত্মীয় পরিজনের সঙ্গে মেতে উঠুন আনন্দে।
দশমীর এই সন্ধ্যা বেলা
শুরু হল সিঁদুর খেলা
চোখের জলে বিদায় বলা
মা এর ঘরে ফেরার পালা
শুভ বিজয়া।
ঢাকের কাঠির বিদায় সুরে
উদাস করা মন
চললেন মা মহামায়া
আজকে বিসর্জন ।।
Durga Puja Wishes, Images and Quotes in English
Durga Puja is more than a festival; it’s an emotion that binds us all. May this emotion bring you endless blessings. Happy Durga Puja!
Wishing you a Durga Puja filled with the richness of tradition and the excitement of new beginnings. Happy Durga Puja!
As we celebrate the power and grace of Maa Durga, may her blessings fill your life with joy and opportunities. Shubho Durga Puja!
May the auspicious occasion of Durga Puja fill your life with the colors of happiness and prosperity. Happy Pujo!
From the sound of the conch to the beats of the dhak, may your Durga Puja be a reflection of the festivities of Bengal. Shubho Durga Puja!
As you feast and celebrate this Durga Puja, may Maa Durga’s blessings be with you always. Happy Durga Puja to you and your family!
May Maa Durga guide you through every challenge and light up your life with happiness. Happy Durga Puja!
Wishing you a Durga Puja filled with the beats of dhak, the aroma of incense, and the love of family. Shubho Durga Puja!
On this Durga Puja, may you be showered with the divine blessings of Maa Durga. Wishing you a joyous and vibrant Pujo!
May Maa Durga bless your home with joy, prosperity, and love. Happy Durga Puja!