50+ Subho Noboborsho Images, Wishes, Quotes and Poems in Bengali: নববর্ষের শুভেচ্ছা বার্তা, কবিতা ও ছবি পাঠান আপনার প্রিয়জনদের

Share this post:

বসন্তোৎসবের রঙ ফিকে হতে না হতেই চলে এলো বাংলা শুভ নববর্ষ ১৪৩১। উৎসবপ্রিয় বাঙালির বারো মাসে তেরো পার্বণের প্রথম উৎসব পয়লা বৈশাখ। বৈশাখের প্রবল দাবদাহকে উপেক্ষা করে ততোধিক উৎসাহে বরণ করা হয় নতুন বছরকে। বাংলা বছরের প্রথম মাসের এই প্রথম দিনটিকে ঘিরে সকলের উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো। নতুন জামায় – আনন্দ ভোজে – পরিবার পরিজনের সাথে মিলে হাসি আড্ডায় মুখরিত হয় আকাশ বাতাস। এক কথায়, পয়লা বৈশাখ বাঙালির ঐতিহ্য- সংস্কৃতির সাবেকিয়ানার চিরকালীন আবেদন।

চৈত্র সংক্রান্তির পরের দিনটি পয়লা বৈশাখ। কিন্ত এই দিনের প্রস্তুতি শুরু হয়ে যায় চৈত্র মাসের সেল দিয়ে। গড়িয়াহাট- হাতিবাগান -নিউ মার্কেট- ধর্মতলা সব জায়গাতেই থাকে উপচে পড়া ভীড়। অনেকে তো পুজোর কেনাকাটাও এই চৈত্র সেলেই সেরে রাখেন। পয়লা বৈশাখে নতুন বছর বরণ শুরু হয় ইষ্ট দেবতার পূজা অর্চনার মধ্যে দিয়ে। নতুন পোষাক পরে পরিবার ও প্রিয়জনের মঙ্গল কামনায় কালীঘাট- দক্ষিনেশ্বর- বেলুড়ের মত পবিত্র স্থানে ভিড় জমায় সাধারণ মানুষ। বাংলা নতুন বছরের আনন্দকে সম্পূর্ণ ভাবে উপভোগ করতে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এর সাথে ভাগ করে নিন শুভ নববর্ষের শুভেচ্ছা বার্তা (Subho Noboborsho wishes), ছবি আর অসাধারণ কিছু নববর্ষের কবিতা।

কখনো কি ভেবেছেন বাংলা নববর্ষের সূত্রপাত কি ভাবে হয়েছিল? জানলে অবাক হতে হয় যে বাংলা ক্যালেন্ডার বা হালখাতার পথচলা শুরু হয়েছিল মোঘল সম্রাট আকবরের আমলে। চৈত্র মাসের শেষদিনে প্রজারা ফসলের ঋণশোধ করতেন, বৈশাখের প্রথম দিনে তাদের মিষ্টিমুখ করানো হত। এই ‘ফসলি সন’ থেকেই বাংলা বর্ষপঞ্জী বা বঙ্গাব্দের সূচনা। অবশ্য অনেক গবেষক দাবী করেন যে বঙ্গাব্দ প্রবর্তনের কৃতিত্ব গৌড় অধিপতি শশাঙ্কের। ইতিহাস যাই বলুক, যতই মতবিরোধ থাক, উৎসব চলছে তার নিজের ছন্দে।

শুভ নববর্ষ ১৪৩১: Subho Noboborsho Wishes in Bengali

এই ১৪৩১ সনের নববর্ষের উৎসবে সামিল হতে , নিজের মনের আনন্দ-উচ্ছ্বাসকে অনেক গুনে বাড়িয়ে তুলতে আমরা এনেছি শুভ নববর্ষের শুভেচ্ছা বার্তা (Noboborsho wishes in Bengali), সুন্দর Poila Baisakh images with greetings, একদম নতুন শুভ নববর্ষের কবিতা ও unique quotes এর সম্ভার। এবার শুধু বেছে নিয়ে একান্ত নিজের শুভকামনায় রাঙানো অনুভূতিকে প্রিয়জনের কাছে পৌঁছে দেওয়ার অপেক্ষা। আসুন, আমরা সকলে মিলে নববর্ষ ১৪৩১ কে স্বাগত জানাই, একে অপরের জীবনের সুখ সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে প্রাণের উৎসবে সামিল হই।

শুভ নববর্ষ ১৪৩১ শুভেচ্ছা বার্তা
Subho Nababarsha 1431 | Roopvibes
Subho Noboborsho Quotes | Roopvibes
Subho Noboborsho Greetings | Roopvibes

পুরাতন বছরের সাথে সকল জীর্ণতা শেষ হোক। ঝলমলে হোক নতুন বছর।
-শুভ নববর্ষ।

নতুন বছর শুভ হোক। সুখে ও সম্পদে ভরে উঠুক আপনার জীবন।
-শুভ নববর্ষ।

হতাশা আর কষ্ট ভুলে, আনন্দ আজ নাও গো তুলে।।
-শুভ নববর্ষ

নবীন বর্ষের রঙিন ফাগে প্রাণে জাগে উল্লাস,
সারা বছর কাটুক তোমার, জাগিয়ে প্রীতির সুবাস।।
-নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা

সব হতাশা মুছে ফেলে
নতুন সপ্নের জাল মেলে
আসুক হর্ষ, – শুভ নববর্ষ।।

শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই।
আপনি ও আপনার পরিবারের সকলের সার্বিক সুস্থতা কামনা করি।

নতুন বছরে ইচ্ছে থাকুক ফুল ফোটানোর, FOOL বানানোর নয়।
-শুভ নববর্ষ।

বাংলা ক্যালেন্ডার, পাট ভাঙা শাড়ি,
মিষ্টির প্যাকেটে, হালখাতা সেরে বাড়ি।
-শুভ নববর্ষ।

বৈশাখের পয়লা দিন—বাঙালিয়ানার প্রতিদিন।
শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।

চাঁদি ফাটা রোদ আর প্যাচপ্যাচে গরমকে তুড়ি মেরে উড়িয়ে ফুরফুরে আনন্দে মেতে উঠতে আমরাই পারি। আমরা বাঙালি।
শুভ বাংলা নববর্ষ।

Noboborsho In Bengali | Roopvibes
Noboborsho Wishes In Bengali | Roopvibes
Subho Noboborsho 1431 | Roopvibes
Subho Pahela Boishakh | Roopvibes

নতুন সূর্যের আলোয় দূর হয়ে যাক মনের সকল কালিমা। নতুন বছর উজ্জ্বল হোক। শুভ নববর্ষ।

নতুন বছরের প্রতিটা দিন রামধনুর সাত রঙের পরশ পাক। ক্লান্তির ধুসরতা মুছে রঙিন হয়ে উঠুক।

পুরনো যাহা কিছু, পিছনে ফেলিয়া
নুতন কে স্বাগত জানাও, দুঃখ ভুলিয়া।
শুভ নববর্ষ ১৪৩১।

চৈত্রে ওই ঝরা পাতা বলল কাছে এসে,
আসছে এবার নতুন বছর- স্বপ্ন ভেলায় ভেসে।।
শুভ নববর্ষের অভিনন্দন।

নুতন পোশাক নুতন সাজ, ভূরিভোজের আনন্দ আজ।
নববর্ষ আপনার জীবনে স্বাস্থ্য,সুখ ও সমৃদ্ধির বার্তা বয়ে আনুক।

শুধু এক দিন নয়, ভালো কাটুক ত্রিশ দিন। শুভ হোক একত্রিশ। শুভ নববর্ষ।

নতুন বছর আনুক বয়ে
অনেক অনেক হাসি
সকল পথে উঠুক জ্বলে
আলোক রাশি রাশি।
শুভ নববর্ষ।

.বৈশাখের সুন্দর সকালে
করি এই প্রত্যাশা-
আপনার জীবন ঘিরে থাকুক
অফুরন্ত আনন্দ আর
অশেষ ভালোবাসা।
পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন।

সব দুঃখ- বেদনা ভুলে
নিত্য নতুন আশায়
নতুন ছন্দে আগামী দিন
কাটুক ভালোবাসায়।
শুভ নববর্ষ।

পয়লা বৈশাখে সকলের মুখে হাসির রেশ
ঘরে ঘরে মহোৎসব, দিনটি কাটুক বেশ।
শুভ নববর্ষ ১৪৩১।

Subho Noboborsho Images: শুভ নববর্ষের ছবি ও শুভেচ্ছা বার্তা

পয়লা বৈশাখ সম্পর্কিত কবিতা, উক্তি ও শুভেচ্ছা

“আমাদের থাক মিলিত অগ্রগতি;
একাকী চলতে চাই না এরোপ্লেনে;
আপাতত চোখ থাক পৃথিবীর প্রতি,
শেষে নেওয়া যাবে শেষকার পথ জেনে।”
শুভ নববর্ষ।

সুভাষ মুখোপাধ্যায়

যাক পুরাতন স্মৃতি,
যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
শুধু আনন্দ সঙ্গে থাক।
শুভ পয়লা বৈশাখ।

নব আনন্দে জাগো আজি নব রবিকিরণে।
শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে ॥’
শুভ নববর্ষ।

রবীন্দ্রনাথ ঠাকুর

মুছে যাক গ্লানি,
ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
শুভ পয়লা বৈশাখ।

রবীন্দ্রনাথ ঠাকুর

জীবন যদি সাদা কালো ,
সময় এসেছে, বদলে ফেলো।
নতুন বছরে একটু হাসো,
নিজেকে এবার ভালোবাসো।
শুভ নববর্ষ।

চোদ্দশ একত্রিশের এর প্রতিটা দিন ,
একে অপরকে সম্মান দিন।
চোদ্দশ একত্রিশের প্রতিটা দিন,
ভরসার হাত বাড়িয়ে দিন।
শুভ বাংলা নববর্ষ।

নতুন বছরের নতুন আলোয়,
জীর্ণ পুরাতন যাবে ঘুচে ।
হাতে হাত রেখে চলব আমরা
মিথ্যে ভেদাভেদ যাবে মুছে।
১-বৈশাখের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।

‘যাহার লাগি চক্ষু বুজে
বহিয়ে দিলাম অশ্রুসাগর,
তাহারে বাদ দিয়েও দেখি
বিশ্বভুবন মস্ত ডাগর।’
নতুন বছর হোক প্রাণের সুখে বাঁচার।

রবীন্দ্রনাথ ঠাকুর

ত্যাগে মতি থাক, সেবায় প্রীতি থাক।
স্বার্থ-দ্বন্দ্ব-ভেদ-বুদ্ধি চিরতরে মুছে যাক।
নতুন বছরে মানব জীবন সার্থকতা পাক।

বাংলা বছর শুরু হল পহেলা বৈশাখে,
নুতন করে লাগলো ছোঁয়া, আকাশে বাতাসে।
শুভ নববর্ষের
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

হালখাতার পাতায় পাতায়
উদ্ভাসিত হোক লেখনি
সেথায় প্রকাশিত হোক
আপনার শ্রেষ্ঠত্বের কাহিনী।
পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন।

হালখাতায় বুলিয়ে দিলাম
নতুন স্বপ্নের তুলি
উৎসবমুখর হয়ে উঠুক
নববর্ষের দিনগুলি।

পয়লা বৈশাখ আসুক নিয়ে
সুখের প্রতিশ্রুতি
প্রতি হৃদয়ে জাগুক নতুন
উদ্দীপনার দ্যূতি।
শুভ নববর্ষ।

নববর্ষ এসেছে এবার, জগত হল যে ধন্য,
আপনার জীবন হবেই হবে, সুখ- সমৃদ্ধি পূর্ণ।
শুভ নববর্ষের ভালোবাসা ও অভিনন্দন জানাই।

নববর্ষের এই দিনে
উঁকি দিক মনে
নতুন সম্ভাবনা।
শুরু হোক নতুন তানে
সুরে আর গানে গানে
নব স্বপ্নের জাল বোনা।
শুভ নববর্ষ।

সুখের বৈশাখ আসুক, নিয়ে সবার ভালোবাসা,
প্রতিটি প্রাণ যেন খুঁজে পায়, আনন্দের আশা।
শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।

নববর্ষের নবীন প্রভাতে,
হোক নতুনের আশা
মন প্রাণ জুড়ে থাকুক
অনেক ভালোবাসা।
শুভ নববর্ষ!

এসো, ভুলে পুরনো ক্ষত—আমরা সবাই,
নতুন স্বপ্ন বুনি—জীবন সাজাই।
শুভ নববর্ষ!

বৎসরের পয়লা দিন আনন্দ মেখে থাকা ,
বাকী জীবন হোক তেমনি
সুখের পরশ মাখা।
শুভ নববর্ষ!


Share this post: