Bengali New Year 2025 Wishes, Images and Poems | Subho Noboborsho Wishes in English and Bengali
Bengali New Year, popularly known as “Noboborsho,” marks the beginning of the vibrant Bengali calendar. With the advent of Poila Baisakh, Bongs round the globe gear up to celebrate this auspicious day by sharing heartfelt Bengali New Year 2025 wishes and greetings that capture the true essence of the new year, spreading happiness, joy, prosperity and the deep-rooted Bengali tradition. From the religious rituals performed at home or in offices, wearing of new clothes, feasting on delicious foods, or even sharing enjoyable moments with family and friends, this day is all about embracing happiness and prosperity. Subho Noboborsho is not just an occasion but a celebration of Bengali culture and heritage.
In cities like Kolkata, where the population is predominantly Bengalis, the excitement of the New Year starts building up right from the Chaitra sales, when popular city markets like Gariahat, Hatibagan, New Market, and Dharmatala are bustling with enthusiastic shoppers. People eagerly shop for new clothes, jewelry, home decor and festive items—preparing to welcome the new year with renewed vigor, hope and positivity.
On Poila Baisakh, the first day of the Bengali year, temples such as Kalighat, Dakshineswar, and Belur attract huge crowds as people participate in prayers and rituals and seek blessings for their loved ones. But the true vibe of Noboborsho begins early in the day, when our phones are flooded with Subho Noboborsho wishes in the form of messages, images, quotes and poems.
Do you know how the Bengali New Year originated? Interestingly, the Bengali calendar dates back to the time of the Mughal emperor Akbar. It was originally named the “Fasli San” and was used by farmers to pay off debts and celebrate a new crop. On the last day of Chaitra, all debts were cleared, and the first day of Boishakh was celebrated with sweets with the creation of new books of account, known as Halkhata, which is prevalent even today. Although historians have conflicting theories on the exact origin of the Bengali New Year, the day of Poila Boisakh is still celebrated with much enthusiasm.
In this article, we’ve compiled for you a unique and vibrant collection of Bengali New Year wishes, beautifully designed Noboborsho images, poems, and quotes in both English and Bengali that will help spread the vibe and make Subho Noboborsho 1432 memorable for everyone.
Bengali New Year 2025 Wishes and Images in English
Celebrate the spirit of Poila Baisakh with these warm and heartfelt Bengali New Year 2025 wishes and images in English. Whether you’re sending a message to a friend or family or sharing a greeting on social media, these Subho Noboboborsho wishes in English capture the joy, tradition, and love that make the Bengali New Year truly special.
Also See: Subho Noboborsho wishes in Bengali
May this Poila Baisakh bring endless happiness, good health, and boundless prosperity to your life. Subho Noboborsho!
Let this Bengali New Year illuminate your path with new dreams and fresh hopes. Subho Noboborsho 1432!
Celebrate this Poila Baisakh with colors of joy, warmth of family, and richness of tradition. Heartiest Subho Noboborsho wishes to you and your loved ones.
Let the new year bring peace, prosperity, peace of mind and unending joy. Subho Noboborsho 1432!
Let’s welcome this Poila Baisakh with sweet memories, delightful feasts, and joyful celebrations! Subho Noboborsho!
Celebrate Bengali New Year 2025 by embracing fresh hopes and new dreams. Subho Noboborsho!
Wishing you a vibrant and cheerful Poila Baisakh filled with love and cultural pride. My heartiest Bengali New Year 2025 wishes for you and your loved ones.
Sending my heartfelt wishes for a joyful, prosperous, and beautiful Subho Noboborsho 1432!
Let’s cherish this Bengali New Year with delicious treats, family reunions, and memorable moments. Subho Noboborsho 1432!
Wishing you a year that blossoms with new opportunities and lasting happiness. Subho Noboborsho!
Happy Poila Baisakh greetings. May the year ahead be full of colorful adventures and endless joy!
Celebrate this Noboborsho with love, laughter, and the cherished company of your loved ones. Happy Bengali New Year 2025!
With every beat of the dhak and aroma of mishti, may you welcome a joyful Noboborsho.
May this Bengali New Year sprinkle your life with peace, smiles, and sweet surprises. Heartfelt Subho Noboborsho wishes to you and your family.
May every page of this new Bengali year be written with love, luck, and laughter. Happy Poila Baisakh wishes to you.
Celebrate Noboborsho like only a true Bengali can—with food, family, and full-on festivity! Subho Noboborsho 1432!
Subho Noboborsho Wishes in Bengali
এই ১৪৩২ সনের নববর্ষের উৎসবে সামিল হতে , নিজের মনের আনন্দ-উচ্ছ্বাসকে অনেক গুনে বাড়িয়ে তুলতে আমরা এনেছি শুভ নববর্ষের শুভেচ্ছা বার্তা (Noboborsho wishes in Bengali), সুন্দর Poila Baisakh images with greetings, একদম নতুন শুভ নববর্ষের কবিতা ও unique quotes এর সম্ভার। এবার শুধু বেছে নিয়ে একান্ত নিজের শুভকামনায় রাঙানো অনুভূতিকে প্রিয়জনের কাছে পৌঁছে দেওয়ার অপেক্ষা। আসুন, আমরা সকলে মিলে নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানাই, একে অপরের জীবনের সুখ সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে প্রাণের উৎসবে সামিল হই।
পুরাতন বছরের সাথে সকল জীর্ণতা শেষ হোক। ঝলমলে হোক নতুন বছর।
-শুভ নববর্ষ ১৪৩২।
নতুন বছর শুভ হোক। সুখে ও সম্পদে ভরে উঠুক আপনার জীবন।
-শুভ নববর্ষ।
হতাশা আর কষ্ট ভুলে, আনন্দ আজ নাও গো তুলে।।
-শুভ নববর্ষ ১৪৩২।
নবীন বর্ষের রঙিন ফাগে প্রাণে জাগে উল্লাস,
সারা বছর কাটুক তোমার, জাগিয়ে প্রীতির সুবাস।।
-নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা
সব হতাশা মুছে ফেলে
নতুন সপ্নের জাল মেলে
আসুক হর্ষ, – শুভ নববর্ষ।।
শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই।
আপনি ও আপনার পরিবারের সকলের সার্বিক সুস্থতা কামনা করি।
নতুন বছরে ইচ্ছে থাকুক ফুল ফোটানোর, FOOL বানানোর নয়।
-শুভ নববর্ষ ১৪৩২।
বাংলা ক্যালেন্ডার, পাট ভাঙা শাড়ি,
মিষ্টির প্যাকেটে, হালখাতা সেরে বাড়ি।
-শুভ নববর্ষ।
বৈশাখের পয়লা দিন—বাঙালিয়ানার প্রতিদিন।
শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।
চাঁদি ফাটা রোদ আর প্যাচপ্যাচে গরমকে তুড়ি মেরে উড়িয়ে ফুরফুরে আনন্দে মেতে উঠতে আমরাই পারি। আমরা বাঙালি।
শুভ বাংলা নববর্ষ।
নতুন সূর্যের আলোয় দূর হয়ে যাক মনের সকল কালিমা। নতুন বছর উজ্জ্বল হোক। শুভ নববর্ষ।
নতুন বছরের প্রতিটা দিন রামধনুর সাত রঙের পরশ পাক। ক্লান্তির ধুসরতা মুছে রঙিন হয়ে উঠুক।
পুরনো যাহা কিছু, পিছনে ফেলিয়া
নুতন কে স্বাগত জানাও, দুঃখ ভুলিয়া।
শুভ নববর্ষ ১৪৩২।
চৈত্রে ওই ঝরা পাতা বলল কাছে এসে,
আসছে এবার নতুন বছর- স্বপ্ন ভেলায় ভেসে।।
শুভ নববর্ষের অভিনন্দন।
নুতন পোশাক নুতন সাজ, ভূরিভোজের আনন্দ আজ।
নববর্ষ আপনার জীবনে স্বাস্থ্য,সুখ ও সমৃদ্ধির বার্তা বয়ে আনুক।
শুধু এক দিন নয়, ভালো কাটুক ত্রিশ দিন। শুভ হোক একত্রিশ। শুভ নববর্ষ।
নতুন বছর আনুক বয়ে
অনেক অনেক হাসি
সকল পথে উঠুক জ্বলে
আলোক রাশি রাশি।
শুভ নববর্ষ ১৪৩২।
.বৈশাখের সুন্দর সকালে
করি এই প্রত্যাশা-
আপনার জীবন ঘিরে থাকুক
অফুরন্ত আনন্দ আর
অশেষ ভালোবাসা।
পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন।
সব দুঃখ- বেদনা ভুলে
নিত্য নতুন আশায়
নতুন ছন্দে আগামী দিন
কাটুক ভালোবাসায়।
শুভ নববর্ষ।
পয়লা বৈশাখে সকলের মুখে হাসির রেশ
ঘরে ঘরে মহোৎসব, দিনটি কাটুক বেশ।
শুভ নববর্ষ ১৪৩২।
শুভ নববর্ষ ১৪৩২: Bengali New Year Images with Wishes
Subho Noboborsho Wishes and Poems in Bengali
“আমাদের থাক মিলিত অগ্রগতি;
সুভাষ মুখোপাধ্যায়
একাকী চলতে চাই না এরোপ্লেনে;
আপাতত চোখ থাক পৃথিবীর প্রতি,
শেষে নেওয়া যাবে শেষকার পথ জেনে।”
শুভ নববর্ষ ১৪৩২।
যাক পুরাতন স্মৃতি,
যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
শুধু আনন্দ সঙ্গে থাক।
শুভ পয়লা বৈশাখ।
নব আনন্দে জাগো আজি নব রবিকিরণে।
রবীন্দ্রনাথ ঠাকুর
শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে ॥’
শুভ নববর্ষ।
মুছে যাক গ্লানি,
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
শুভ পয়লা বৈশাখ।
জীবন যদি সাদা কালো ,
সময় এসেছে, বদলে ফেলো।
নতুন বছরে একটু হাসো,
নিজেকে এবার ভালোবাসো।
শুভ নববর্ষ ১৪৩২।
চোদ্দশ একত্রিশের এর প্রতিটা দিন ,
একে অপরকে সম্মান দিন।
চোদ্দশ একত্রিশের প্রতিটা দিন,
ভরসার হাত বাড়িয়ে দিন।
শুভ বাংলা নববর্ষ।
নতুন বছরের নতুন আলোয়,
জীর্ণ পুরাতন যাবে ঘুচে ।
হাতে হাত রেখে চলব আমরা
মিথ্যে ভেদাভেদ যাবে মুছে।
১-বৈশাখের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।
‘যাহার লাগি চক্ষু বুজে
রবীন্দ্রনাথ ঠাকুর
বহিয়ে দিলাম অশ্রুসাগর,
তাহারে বাদ দিয়েও দেখি
বিশ্বভুবন মস্ত ডাগর।’
নতুন বছর হোক প্রাণের সুখে বাঁচার।
ত্যাগে মতি থাক, সেবায় প্রীতি থাক।
স্বার্থ-দ্বন্দ্ব-ভেদ-বুদ্ধি চিরতরে মুছে যাক।
নতুন বছরে মানব জীবন সার্থকতা পাক।
বাংলা বছর শুরু হল পহেলা বৈশাখে,
নুতন করে লাগলো ছোঁয়া, আকাশে বাতাসে।
শুভ নববর্ষের
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
হালখাতার পাতায় পাতায়
উদ্ভাসিত হোক লেখনি
সেথায় প্রকাশিত হোক
আপনার শ্রেষ্ঠত্বের কাহিনী।
পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন।
হালখাতায় বুলিয়ে দিলাম
নতুন স্বপ্নের তুলি
উৎসবমুখর হয়ে উঠুক
নববর্ষের দিনগুলি।
পয়লা বৈশাখ আসুক নিয়ে
সুখের প্রতিশ্রুতি
প্রতি হৃদয়ে জাগুক নতুন
উদ্দীপনার দ্যূতি।
শুভ নববর্ষ ১৪৩২।
নববর্ষ এসেছে এবার, জগত হল যে ধন্য,
আপনার জীবন হবেই হবে, সুখ- সমৃদ্ধি পূর্ণ।
শুভ নববর্ষের ভালোবাসা ও অভিনন্দন জানাই।
নববর্ষের এই দিনে
উঁকি দিক মনে
নতুন সম্ভাবনা।
শুরু হোক নতুন তানে
সুরে আর গানে গানে
নব স্বপ্নের জাল বোনা।
শুভ নববর্ষ ১৪৩২।
সুখের বৈশাখ আসুক, নিয়ে সবার ভালোবাসা,
প্রতিটি প্রাণ যেন খুঁজে পায়, আনন্দের আশা।
শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।
নববর্ষের নবীন প্রভাতে,
হোক নতুনের আশা
মন প্রাণ জুড়ে থাকুক
অনেক ভালোবাসা।
শুভ নববর্ষ!
এসো, ভুলে পুরনো ক্ষত—আমরা সবাই,
নতুন স্বপ্ন বুনি—জীবন সাজাই।
শুভ নববর্ষ ১৪৩২।
বৎসরের পয়লা দিন আনন্দ মেখে থাকা ,
বাকী জীবন হোক তেমনি
সুখের পরশ মাখা।
শুভ নববর্ষ ১৪৩২।
Leave a Reply