শুভ মহালয়া 2023 – Subho Mahalaya Wishes, Images, Quotes in Bengali and English

Share this post:

Durga Puja Mahalaya is not just a day; it’s an emotion for millions of Bengalis around the world. A Day that starts with listening to the Mahalaya on All India Radio and sharing heartfelt Subho Mahalaya wishes and images in Bengali and English with our friends and relatives. A much-awaited day that marks the start of Durga Puja celebrations—the biggest festival on the Bengali calendar. It’s also a day we perform ‘Tarpan” for our ancestors to ensure their souls find peace. Mahalaya not only marks the end of the ‘Pitri Paksha’ but it also marks the start of the much-awaited Devi Paksha.

Every year on this day, I get so nostalgic, hearing the soothing voice of Sri Birendra Krishna Bhadra on All India Radio enchanting the Mahishasura Mardini. Right from my childhood, even today, the song “জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী, অভয়াশক্তি বলপ্রদায়িনী তুমি জাগো।” gives me goosebumps. Mahalaya gives us the feeling that the wait is over and Maa Durga is finally here. I still remember the childish exuberance and thrill when I got the first glimpse of Maa Durga at the neighborhood pandal, freshly arrived from Kumartuli.

So, to make your Mahalaya celebrations more memorable, I have compiled for you a unique collection of Mahalaya wishes, beautifully crafted Subho Mahalaya images, and quotes that you can use to share the festive vibe among your near and dear ones and also share them on your social media handles.

মহালয়ার শুভেচ্ছা – Mahalaya Wishes in Bengali

আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির..’ আকাঙ্খিত যে ভোর এভাবে শুরু হয় সেই দিনটি মহালয়া। এই কথাগুলো শোনার জন্যই বাঙালি মাত্রেই অধীর আগ্রহে একটা বছর অপেক্ষা করে থাকে। ‘মহালয়া’ শব্দটি আপামর বাঙালির আবেগ। এই দিনটির হাত ধরেই দুর্গোৎসবের সূচনা। তাই এই দিনের আবেগ উৎসাহ সকলের সাথে ভাগ করে নিতে চায় প্রত্যেকেই। আপনি ঠিক যেভাবে প্রিয়জনদের Mahalaya wishes (মহালয়ার শুভেচ্ছা) জানাতে চান, সেগুলোই সাজিয়ে গুছিয়ে হাজির করেছি আমরা. আপনার মনের আনন্দ-উচ্ছ্বাস-আবেগ Mahalaya wishes এর মধ্য দিয়ে অপরের মনে সহজেই পৌঁছে দিতে পারবেন।

Shubho Mahalaya Wish In Bengali | Roopvibes

পুজো এলো পুজো এলো,
ভুল হয়ে যায় কাজে।
মন চায় যে কাটাই কেবল,
পরিবারের মাঝে।
—শুভ মহালয়া

মা তুমি আসবে বলে
শরত আকাশে ,
নীলাম্বরী উত্তরীয়ের
ভেলায় ভেসে ভেসে।
—মহালয়ার শুভেচ্ছা

Best Subho Mahalaya Wishes In Bengali | Roopvibes

প্রতীক্ষার প্রহর শেষে
আসবে মোদের ঘরে ;
সেই আশায় রয়েছি মাগো
মহালয়ার ভোরে।
—শুভ মহালয়া।

প্রতিমা তে নয়,
প্রতি মা তেই
মা দুর্গা আছেন।
–শারদ শুভেচ্ছা

পিতৃপক্ষের অবসানে হয়
মাতৃপক্ষের সূচনা
মহালয়ার পূণ্য ক্ষনে
জানাই শুভ কামনা।

Subho Mahalaya Wishes | Roopvibes

ঢাকের আওয়াজ
কাশের বন
আনন্দে তাই
মাতলো মন।
‐‐-শুভ মহালয়া

আয় মা উমা মোদের ঘরে
থাক মা মোদের হৃদয় জুড়ে
—মহালয়ার শুভেচ্ছা

শিশির ভেজা শরৎ এলো
শিউলি ঝরা ভোর
মহালয়ার পূণ্য দিনে
সবার ভালো হোক।
‐‐-শুভ মহালয়া।

Durga Puja Mahalaya Wishes | Roopvibes

প্রতীক্ষার প্রহর শেষে
পথের পানে চেয়ে;
ধরি নতুন বেশে মাগো
কালের পথ চেয়ে।
—শুভ শারদীয়া

কাশের বনে দোলা দিয়ে মহালয়ার ভোরে,
ঢাকের বাজনা
সাথে করে পুজো এল ঘুরে।
–মহালয়ার শুভেচ্ছা।

মহালয়ার ছবি (Photo) – Subho Mahalaya Images in Bengali

উৎসব মানে মিলনের মেলা। উৎসবের আনন্দ তো আর একা উপভোগ করা যায় না। পিতৃপক্ষের অবসানে যে উৎসবের শুভ সূচনা , সেই মহালয়ায় সকলে মিলেই মেতে উঠি। একে অন্যকে শুভেচ্ছা জানাই। কে না জানে শুধুমাত্র বার্তার বদলে image অনেক বেশি নজর টানে । তাই মহালয়াকে ঘিরে থাকা সুন্দর সুন্দর Subho Mahalaya images download করে প্রিয়জনদের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন।

শিউলি ফুলের গন্ধে যে ভরেছে মোর মন,
ঢাকের বাদ্যি জানান দেয় মায়ের আগমন।
‐‐–শুভ মহালয়া।

মধুর বাতাস বয়ে যায়
ঐ সবুজ ঘাসে ,
দূর আকাশে সাদা…
মেঘের ভেলা ভাসে,
মহালয়ার বার্তা নিয়ে
কাশ ফুলেরা হাসে।
–মহালয়ার শুভেচ্ছা।

ঐ যে দূরে যায় শোনা আজ আগমনীর সুর,
মায়ের এবার আসার পালা ঢ্যাং কুরা কুর কুর
‐‐–শুভ মহালয়া

মৃদু মন্দ হিমেল হাওয়া
অল্পদিনের পথ চাওয়া।
ঢ্যাং কুড়া কুড়্ বাদ্যি বাজে
মা এলো ধরার মাঝে।
—শুভ মহালয়া

নীরোগ শরীর, সুস্থ মন,
সঙ্গে থাকুক ,আপনজন।
মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই।

মহালয়ার শুভেচ্ছা বাণী – Mahalaya Quotes and Captions

আবার এসো মা’- এই প্রার্থনার বছর ঘুরে মা আসছেন। দেবী আরাধনার সাতদিন আগে আসে মহালয়া। এই মহালয়ার হাত ধরেই দেবীপক্ষের সূচনা হয়। এইদিনটি যে কতটা বিশেষ তা সকলেই জানেন। যন্ত্রণসভ্যতার যুগেও মহালয়ার আবেগ হারিয়ে যাবার নয়। নিজের মনের আনন্দ- উচ্ছ্বাস প্রিয়জনের সাথে ভাগ করে নেওয়ার মধ্যেই তো উৎসবের প্রাণ। আপনার আনন্দ আর আবেগকে আপনার মত করে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য মহালয়ার শুভেচ্ছা বার্তা, captions, Mahalaya quotes, আরো অনেক কিছু। এই Mahalaya wishes এর মাধ্যমে মাধ্যমে আপনার মনের ভাবগুলো প্রকাশ করুন আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের সাথে।

মহালয়ার পূণ্য তিথিতে মায়ের আশীর্বাদ ঝরুক তোমার পরিবারের উপর।

আজি শারদ প্রাতে বেজে উঠলো আলোক মঞ্জির।।
মহালয়া থেকে শুরু হোক আলোকময় দিন।

“শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়নী নমস্তুতে”
‐এই প্রার্থনায় সবাইকে জানাই মহালয়ার আন্তরিক শুভেচ্ছা ।

Subho Mahalaya Wishes In Bengali | Roopvibes

মায়ের আগমনে জীবন সাফল্যমণ্ডিত হোক
‐‐-শুভ মহালয়া।

আজি শারদ প্রাতে,
মঙ্গল শাঁখের নিনাদে _
মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই।

মায়ের আগমনে দূর হয়ে যাক যত শোক-তাপ,
জীবন হোক আনন্দময়।
–মহালয়ার প্রীতি ও অভিনন্দন

Subho Mahalaya Durga Puja | Roopvibes

সবাইকে জানাই মহালয়ায় আমার আন্তরিক ভালবাসা ও
শুভেচ্ছা।

মহালয়ার পূণ্য তিথিতে মায়ের আশীর্বাদ ঝরুক তোমার পরিবারের উপর।

Subho Mahalaya Wishes in English

Mahalaya rings the bell for the start of the Durga Puja celebrations not only in India but across the globe. In Kolkata, where I belong, it’s absolute carnival time. Streets are flooded with people pandal-hopping from one to the other. Long queue of cars with food joints overflowing with people and endless adda (chats) with friends and family all night long. Mahalaya marks the curtain-raiser for Durga Puja celebrations to get underway. 

So far, we’ve shared beautiful Mahalaya wishes, images, quotes, and captions in Bengali, but we know that some of our readers prefer English too. Here you’ll find new and unique Shubho Mahalaya wishes and images in English that you can share with your friends and family.

Subho Mahalaya! As the morning dawns, may Maa Durga bring light into your life and banish all darkness. Have a blessed Devi Paksha!

As Pitri Paksha ends, a new dawn awaits. May Maa Durga bestow you with love, prosperity, and courage this Mahalaya!

May this Mahalaya mark the beginning of a year filled with new hopes and endless celebrations. Wishing you a very Happy Mahalaya!

On this blessed day of Mahalaya, may the divine aura of Maa Durga uplift your soul and banish all your sorrows. Subho Mahalaya!

As the skies echo with the chants of ‘Jago Tumi Jago,’ may your life be filled with light and joy. Happy Mahalaya!

Let the festive spirit embrace you and your dear ones on this special occasion. Wishing you a Subho Mahalaya filled with love and joy!

Subho Mahalaya! As Maa Durga prepares to leave her heavenly abode to bless us, may your life be filled with the richness of love, joy, and prosperity.

As we bid farewell to our ancestors in Pitri Paksha, may their blessings guide us through a journey filled with happiness and success. Subho Mahalaya!

May this Mahalaya bring you good fortune and prosperity. Let’s welcome Maa Durga and thank her for all the blessings. Happy Mahalaya!


Share this post: